‘বুকে হাত রেখে, বিজয়ের বেশে. ছুঁয়ে দেব আসমান’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আয়োজনে শুরু হয়েছে বরিশালে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’।
আজ শুক্রবার সকাল ৯টায় প্রথম দিনে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোহেল মারুফ-এর সভাপতিত্বে গেমস এর জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মনজুরুল আহসান ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার অফিসার মো. হোসাইন আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ হোসেন চৌধুরী। প্রথম পর্বে আন্ত:উপজেলা পর্যায়ের এই খেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
শেখ কামাল ২য় যুব গেমস-এর উদ্বোধনের পর প্রথম দিনে বরিশাল জেলার ৬ উপজেলার মধ্যে ফুটবল ও কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছে।