আজ নগরীতে বাংলাদেশ আওয়ামী লীগ -এর রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সম্মেলন কক্ষে।
কর্মশালাটি পরিচালনা করেন বরিশাল জেলা আওয়ামী লীগ -এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন তালুকদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ -এর সিনিয়র সহ-সভাপতি মো: হোসেন চৌধুরী।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) -এর সহযোগীতায় আয়োজিত -এ কর্মশালায় উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অংশগ্রহণকারীরা তাদের অভিমতে ব্যাক্ত করেন যে, এ ধরণের কর্মশালা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনী প্রচারণায় সহায়ক হবে। সেই সাথে তারা এ ধরণের আয়োজনের জন্য ডিআই -এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরণের আরো আয়োজনের আহ্বান জানান। প্রধান অতিথি মো: হোসেন চৌধুরী তার বক্তব্যে কর্মশালায় অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান।
ডিআই -এর সিনিওর রিজিওনাল কো-অর্ডিনেটর দিপু হাফিজুর রহমান জানান, ডিআই জেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশিক্ষক তৈরির জন্য কাজ করছে। বরিশাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ -এর ৪ জন প্রতিনিধি ডিআই বাংলাদেশ কান্ট্রি অফিস থেকে এ প্রশিক্ষণ গ্রহণ করে এসেছে এবং তারা এখন দলের অন্যদের প্রশিক্ষণ দিচ্ছে ডিআই -এর সহযোগিতায়।
উল্লেখ্য যে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল -এর এসপিএল (স্ট্রেনদেনিং পলিটিকাল ল্যান্ডস্কেপ) কার্যক্রমটি ইউকেএআইডি এবং ইউএসএআইডি -এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com