বরিশালে শুরু হয়ে গেল বাইক রাইডিং প্রশিক্ষণ

:
: ২ years ago

দেশজুড়ে দক্ষ মোটর বাইক চালক গড়ে তোলার লক্ষে এসি আই মোটর্স এর সহযোগিতায় ও ইয়ামাহা রাইডিং একাডেমির উদ্যোগে বাইক রাইডিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে আব্দুর রব সেরনিয়াবাত, স্টেডিয়ামে এর শুভ উদ্বোধন হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইয়ামাহার শো-রুম রাতুল অটো এর স্বত্বাধিকারী মোঃ আব্দুসসালাম হাওলাদার, ইয়ামাহার মার্কেটিং অফিসার মো: সাজ্জাদ হোসেন, সার্ভিস ইঞ্জিনিয়ার ঋত্বিক রায়, ট্রেইনার রাজ চৌধুরী ও ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশালের সদস্যরা।

প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৩ টা পর্যন্ত দুই দিন বরিশাল নগরীর আউটার স্টেডিয়াম মাঠে এই ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হবে। পুরুষ ও মহিলাদের জন্য এই কার্যক্রম পরিচালিত হবে। বাইক রাইডিং ট্রেনিং নিতে আগ্রহীদের অবশ্যই বাই সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং নির্দিষ্ট ফী এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই প্রেগ্রামটি ইয়ামাহা রাইডিং একাডেমী থেকে ট্রেনিং প্রাপ্ত ট্রেইনার দ্বারা পরিচালিত হচ্ছে।