বরিশালে শুভ বড়দিন উদযাপন

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ বুধবার শুভ বড়দিন। খ্রীস্টান সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উপলক্ষ্যে বরিশাল নগরীর অক্সফোর্ড, ব্যাপ্টিস্ট এবং ক্যাথলিক চার্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে যীশু খৃস্টের জন্মদিন পালন করছেন খ্রীস্ট ভক্তরা। আজ যীশু খ্রীস্টের জন্মদিন হলেও এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার রাত থেকে। গতকাল রাত ১১টায় নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চে শুরু হয় মহাখ্রীস্টযাগ। মন্ডলীর সকল খ্রীস্টভক্ত ভক্তগন সহ যীশু খ্রীস্টের অনুসারীরা প্রার্থনা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

প্রার্থনায় অংশ নেয়া খ্রীস্ট ভক্তরা বলেন, সব ধর্মেই মানবতা, প্রেম, সহমর্মিতা, অহিংসতা শেখায়। তারা অতীতের পাপ মোচনের জন্য যীশুর কাছে প্রার্থীনা করেন। যীশু খ্রীস্টের জন্মদিনে প্রার্থনা করে তারা আগামী একটি বছর ভালোভাবে চলার অনুপ্রেরনা পান।