বরিশালে শীতের ১ম সিজনে পিকনিক সম্পন্ন করল দেশি বাইকার বরিশাল টিম

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক: ৪০ জন বাইকার নিয়ে বরিশাল বাইকার্স এর আয়োজনে অনুস্ঠিত হয়ে গেল দেশি বাইকার বরিশাল টিমের পিকনিক।

গতকাল ১লা ডিসেম্বর ২০২৩ শুক্রবার বরিশাল জেলার মাধবপাশা ইউনিয়ন এর দূর্গা সাগরে দিন ব্যাপি উদযাপিত হয়ে গেল দেশি বাইকার বরিশাল টিমের পিকনিক। উক্ত পিকনিক আয়োজন করা হয় বরিশাল বাইকার্স এর মাধ্যমে। এই পিকনিককে কেন্দ্র করে সারাদিন বাইকারদের এক মিলন মেলা গড়ে ওঠে। পিকনিকে সাংস্কৃতিক অনুস্ঠান এবং নানা রকমের গেম শো এর আয়োজন করা হয়।

দেশি বাইকার গ্রুপের মেম্বার এবং বরিশাল বাইকার্স এর এডমিন তৌসিফ ইসলাম শাওন বলেন আমরা দেশি বাইকার বরিশাল টিমের এস এস সি ২০০৪ ব্যাচ এর মেম্বাররা সবাই মিলে এই পিকনিক এর আয়োজন করেছি। আমরা চেয়েছি সবাই মিলে যেন একটি ট্যুর দিতে পারি আর তার পাশাপাশি যেন বিনোদনেরও ব্যবস্থা করতে পারি তাই এই পিকনিক এর আয়োজন করা।আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের পিকনিক আয়োজন করে ভালো ভাবে সমাপ্তি করতে পেরেছি।এ জন্য আমি আমাদের বন্ধু এবং বরিশাল বাইকার্স এর বাইকার মিলন,পারভেজ,রাকিব,শাহিন,তারেক, রুহুল ,আসাদ,ফয়সাল,শহিদুল সহ সবাইকে ধন্যবাদ দিতে চাই।

দেশি বাইকার গ্রুপের অন্য একজন মেম্বার এবং বরিশাল বাইকার্স এর মডারেটর সাইদুর রহমান মুন্না বলেন শীতকাল চলে এসেছে তাই সকল বাইকারদের নিয়ে আড্ডা এবং ট্যুর দিতে চেয়েছিলাম তাই আমাদের এই আয়োজন। আমরা বরিশাল বাইকার্স এর মেম্বাররা এভাবেই বিভিন্ন আয়োজন এর মাধ্যমে আমাদের বরিশাল এর সাংস্কৃতি দেশি বাইকার এর মাধ্যমে বাংলাদেশ এর সবার কাছে পৌঁছে দিতে চাই।

দেশি বাইকার গ্রুপের অন্য একজন মেম্বার এবং বরিশাল বাইকার্স এর মেম্বার মফিজুল ইসলাম মিলন বলেন, আমরা চেয়েছি সবাই মিলে সুন্দর ভাবে একটি ট্যুর ও মিলন মেলার আয়োজন করতে তাই এই পিকনিক এর আয়োজন করেছি। আমরা বরিশালের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে পারমিশন নিয়ে বরিশালের পর্যটন স্পট মাধবপাশার দূর্গাসাগরে এই আয়োজন করেছি।

উক্ত পিকনিকে পারভেজ,মিলন,রাকিব,মুন্না,শহিদুল,সাহিন,সাইফুল,ইমরান,মিজান,অমি,জয়,সাহিন,আল আমিন,তারেক,ইফতেখার,রুহুল শাওন সহ আরও অনেকের উপস্থিতিতে দিনভর আনন্দ আয়োজন হয়। সন্ধ্যা ৫টা ৩০মিনিটে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বরিশাল বাইকার্স এর এস এস সি ০৪ ব্যাচ এর আয়োজনে করা দেশি বাইকার বরিশাল টিমের পিকনিক এর সমাপ্তি হয়।