আজ ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায়, সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক বরিশাল ও বাংলাদেশ শিশু একাডেমী বরিশাল এর আয়োজনে, ইউনিসেফ এর সহযোগিতার। বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয় কতৃক শিশু বিকাশে প্রারম্ভিক শিক্ষা প্রকল্প (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় চলমান বরিশাল সিটি কর্পোরেশনের বস্তি/কলোনী এলাকায় স্থাপিত ১০ টি শিশু বিকাশ কেন্দ্র সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও অন্যান্যদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক (উপসচিব) শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা প্রকল্প (৩য় পর্যায়) বাংলাদেশ শিশু একাডেমী ঢাকা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, ইউনিসেফ বরিশাল আঞ্চলিক সমন্বয়ক, এ এইচ তৌফিক আহমেদ, ২ নং প্যানেল মেয়র নারী কাউন্সিলর, আয়শা তৌহিদ লুনা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পঙ্কজ রায় চৌধুরীসহ ওয়ার্ড কাউন্সিলর ও সচিব এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয় কতৃক শিশু বিকাশে প্রারম্ভিক শিক্ষা প্রকল্প (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় চলমান বরিশাল সিটি কর্পোরেশনের বস্তি/কলোনী এলাকায় স্থাপিত ১০ টি শিশু বিকাশ কেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।