বরিশালে শিশু পরিবারের ৫ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২৮ ডিসেম্বর শনিবার রাত ৮ টার দিকে, জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর বরিশালের আয়োজনে। সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ) এর সম্মেলন কক্ষে।দুস্থ আসহায় সুবিধা বঞ্চিত এতিম সরকারি শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠানের নিবাসীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সভাপতি লেডিস ক্লাব বরিশাল মিসেস কেয়া পারভীন।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান,উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল শহিদুল ইসলাম, বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা (ডিআরআরও), মোঃ আবদুল লতিফস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীরা এবং শিশুরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সরকারি শিশু পরিবারের শিশুদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া শীতবস্ত্র কম্বল। একে একে শিশু পরিবার বালিকা দক্ষিণ, শিশু পরিবার বালিকা উত্তর, শিশু পরিবার বালক এবং অন্ধ স্কুলের শিশুদের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।