বরিশালে শিশু একাডেমির আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

:
: ৪ years ago

মোঃ শাহাজাদা হিরা:: যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। আজ বাঙ্গালীর মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। ১৫ আগস্ট শনিবার বিকাল ৫ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে শিশু একাডেমি বরিশাল এর কর্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় মোঃ নাজমুল হুদা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পঙ্কজ রায় চৌধুরীসহ শিশু একাডেমির শিশুরা এবং অভিভাবকবৃন্দরা। অতিথিরা আলোচনায় মাধ্যমে শিশুদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।