আজ ২২ জুন সকাল ১১ টায় শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে।শিশু একাডেমি বরিশাল এর কর্যালয়ে। বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক বিশিষ্ট ছড়াকার ও কবি আনজীর লিটন মহোদয়ের বরিশালে আগমন উপলক্ষে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক, আনজীর লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, সংস্কৃতিজন, এস এম ইকবাল, কবী, তপংকর চক্রবর্তী, বিভাগীয় প্রধান ইউনিসেফ বরিশাল, এইচ তৌফিক আহমেদ, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সংস্কৃতিজন, সৈয়দ দুলালসহ প্রায় ৫০ জন অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে অতিথি বৃন্দরা বরিশালের শিশু একাডেমির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।