বরিশালে শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব ২০১৯ অনুষ্ঠিত।

:
: ৫ years ago

লিখতে পড়তে শিখতে চাই আনন্দময় শৈশব চাই এই স্লোগান বিয়ে আজ ২৯ জুলাই সোমবার সকাল ১১ টায়। জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতার, বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে, অশ্বিনী কুমার হলে। শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিশেষ শাখা (ডিএসবি), মোঃ নাইমুল হক, সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি, কাজল ঘোষ, সনাক্ত বরিশাল এর সভাপতি ও নারীনেত্রী, অধ্যাপিকা শাহ সাজেদা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী ইউনিসেফ, তৌফিক আহাম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা এবং অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে ফিতা কেটে দুইদিন ব্যাপি শিশু আনন্দমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল। পরে অতিথিদের অংশগ্রহণে শিশু বিষয়ক আলোচনা সভায় অতিথিরা আলোচনা করেন। দুইদিন ব্যাপি মেলায় থাকবে শিশু সমাবেশ ও প্রদর্শনী উদ্বোধন, চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু নাট্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান।