বরিশালে শিশুকেন্দ্রিক দুর্যোগ সহনশীল নগর গঠনে বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

:
: ৫ years ago

আজ ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে প্লান ইন্টারনেশনাল বাংলাদেশর সহযোগিতায়, বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে শিশুকেন্দ্রিক দুর্যোগ সহনশীল নগর গঠন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু সৈয়দ মোহাম্মদ হাসিম (অতিরিক্ত সচিব), মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস, এম অজিয়র রহমান, জলা প্রশাসক বরিশাল। মোঃ খায়রুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন, শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, শাহরুখ সোহেল, আঞ্চলিক প্রধান, প্লান ইন্টারনেশনাল বাংলাদেশ, সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী প্রতিনিধি বৃন্দরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় শিশুদের উপর দুর্যোগের বিভিন্ন প্রভাব নিয়ে সকলের মাঝে আলোচনা করা হয়। জলাবদ্ধতা ফলে স্বাস্থ্য ঝুঁকি, শব্দদূষণ এর ফলে মানসিক আঘাতজনিত ঝুঁকি, ভুমিকম্পের কারনে বাসস্থান ঝুঁকি ইত্যাদি বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।