#
আজ ১ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি বরিশালের আয়োজনে, জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে। বরিশালে শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মকসুদ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সমাজসেবা কার্যালয় বরিশাল জাবির আহমেদসহ অনেক অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বরিশাল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, অটিজম একটি মস্তিষ্ক জনিত অসুখ, অটিজম আক্রান্ত শিশুদের সামাজিক জীবনে সুস্থ ভাবে বাঁচার অধিকার রয়েছে।
আমাদের সচেতনতাই পারে অটিজম শিশুদের সাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রয়োজন আছে। প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন