 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০১৯, ১:৩৯ পূর্বাহ্ণ
 বরিশালে শিরিন মেডিকেল হলে মোবাইল কোর্টের অভিযানে ০২ জনকে ৭ দিনের কারাদন্ড 
  
    
    
    
গতকাল ৯ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। নগরীর লঞ্চঘাট এলাকার শিরিন মেডিকেল হলে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। 
এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রুম্পা ঘোষের নেতৃত্বে ও র্যাব-৮ এর সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়। 
এ সময়ে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনীষা আহমেদ। অভিযানে মেয়াদহীন ওষুধ মজুদ রাখার দায়ে। ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক। দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। 
দন্ডপ্রাপ্তরা হলেন শিরিন মেডিকেলের স্বত্বাধিকারী শিরিন খানম এবং তার সহযোগী দেবাশীষ চক্রবর্তী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 
 
 
 
 
 
    
    
         
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ) 
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
        
        
             @Earthtimes24.com