বরিশালে শিক্ষকদের ৪% কর্তনের আদেশ বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

শামীম আহমেদ ॥ বরিশালে শিক্ষক সমাজ অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট ফান্ড নতুন করে ৪% কর্তনের আদেশ বাতিলের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে শিক্ষক সমিতি আঞ্চলিক বরিশাল জেলা শাখা।

আজ মঙ্গলবার বেলা ১২টায় শহরের প্রান কেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্তর সম্মুখে প্রচন্ড রৌদ্দ মাথায় উপেক্ষা করে জেলার ১০ উপজেলার কয়েকশক মহিলা ও পুরুষ শিক্ষক এ কর্মসূচি পালন করেন তারা।

জেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যাক্ষ ফরিদুল আলম জাহাঙ্গির। শিক্ষক নেতা দাস গুপ্ত আশিষ কুমার, শিক্ষক নেতা তোফায়েল আহমেদ, আসাদুর রহমান আসাদ, আ.ব তোফাজ্জেল হোসেন, রফিকুল ইসলাম, এইচ এম জসিম উদ্দিন, সফিকুর রহমান, বাবু অবিনাশ চন্দ্র রায় প্রমুখ।
পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে শিক্ষক-শিক্ষিকা নেতৃবৃন্দ।

পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে।