বরিশালে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক অবরোধ

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশাল নগরীর রুপাতলী এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কতৃক দু’জন শিক্ষককে শারিরিকভাবে লাঞ্চিত ও মারধর করার প্রতিবাদে এবং ম্যানেজিং কমিটি বাতিলসহ হামলাকারীর দৃস্ট্রান্ত মূলক বিচারের দাবী জানিয়ে বরিশাল-পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ রোববার (৩ই মার্চ) সকাল সাড়ে দশটায় শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় এসে বিক্ষোভ মিছিল ও পরে সড়ক অবরোধ করেন তারা।

এসময় শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করে শনিবার এ ওয়াহেদ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় বিদ্যালয়ের দাতা সদস্য শওকত আকবর বলেন ক্রীড়া অনুষ্ঠানে গার্ল গাইডর্স’র সদস্যরা স্বেচ্ছাসেবকের দায়ীত্ব পালন করবে।
এসময় শিক্ষক এনায়েত হোসেন মল্লিক গার্ল গাইডর্সে ৬ষ্ঠ শ্রেনীর মেয়েরা বড় মেয়েদের নিয়ন্ত্রন করতে তাদের পক্ষে সম্ভব হবে না।

এখানে ৯ম ও ১০ম শ্রেনীর ছাত্রীদের স্বেচ্ছাসেবক বানালে অনুষ্ঠানের শৃঙখলা রক্ষা করা সহজ হবে বলে তিনি মন্তব্য করলে এতে শওকত আকবর ক্ষিপ্ত হয়ে শিক্ষক এনায়েতের উপর হামলা করে মারধর করতে থাকে এঘটনা দেখে অন্য শিক্ষক আলমগীর হোসেন এগিয়ে আসলে তাকেও মারধর লাঞ্চিত করে।
এব্যাপারে শিক্ষক মোঃ এনায়েত হোসেন মল্লিক রাতে কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে জানার জন্য উক্ত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ চৌধুরীকে কল করা হলে তিনি বলেন, আমরা এখন শিক্ষকরা জরুরী সভায় আছি পরে আরো বিষয় জানাতে পারবো বলে কল কেটে দেন।

আন্তর্জাতিকপ্রচ্ছদ এ সম্পর্কিত আরও পড়ুন:
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথমেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন।তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় সামগ্রী প্রদানের জন্য বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য চাই সুষ্ঠু ব্যবস্থাপনা। স্বাস্থ্য খাতে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এ লক্ষ্যে কমিটির সকলকে সচেষ্ট থাকতে হবে।শনিবার পিরোজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।সভায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর সিকদার, ওসি মো. কামরুজ্জামান তালুকদার প্রমুখ বক্তব্য দেন।এর আগে মন্ত্রী স্বরূপকাঠি পৌর গোরস্থান ও শ্মশান ঘাটের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগ দেন।সেখানে তিনি বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোন কাজ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।পরে মন্ত্রী জাতীয় সমবায় দিবসের র‌্যালিতে অংশ গ্রহণ করেন। সব শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘দলে থাকবেন আর দলের সিদ্ধান্ত বিরোধী কাজ করবেন, তা হবে না। অনুপ্রবেশকারীকে দলে স্থান দেওয়া হবে না। শেখ হাসিনা রাত-দিন পরিশ্রম করে দেশের উন্নয়ন করে চলছেন। এ ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
৬ years ago