বরিশালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সর্বসাধারণের শ্রদ্ধা

লেখক:
প্রকাশ: ২ years ago

শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে বরিশালে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে নগরীর ওয়াপদা কলোনিতে পাক বাহিনীর নির্যাতন সেলের স্মৃতি ৭১ স্তম্ভ ও বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে দিবসটিকে কেন্দ্র করে সকালে জেলা প্রশাসকের দফতর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপির নেতারা।

এ ছ‌াড়া সকাল ১০টায় বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে বিভাগীয়, জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ডিসেম্বর বাঙালির একদিকে বিজয়ের আনন্দ, অন্যদিকে বিষাদের ছায়ায় শোক বিধুর অশ্রুনামার এক দিন। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন বিজয়ের দ্বারপ্রান্তে জাতির শ্রেষ্ঠ সন্তান বিভিন্ন শ্রেণিপেশার বুদ্ধিজীবী সন্তানদের পাক হানাদার বাহিনীর নেতৃত্বে এ দেশিয় রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী নির্মম পৈশাচিকতা চালিয়ে হত্যা করে।