বরিশালে শহীদ আলাউদ্দিন স্মরণে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

:
: ৩ years ago

৬৯ এর গণ আন্দোলনে বরিশালের রাজপথে প্রথম শহীদ হওয়া আলাউদ্দিনের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে সকালে অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত শহীদ আলাউদ্দিনের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। পরে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে অশ্বিনী কুমার হলের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার, জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল, ওয়ার্কার্স পার্টি’র জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, জাসদ জেলা কমিটির সভাপতি শহীদুল ইসলাম মিরন, গণসংহতি আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান নজরুল হক নিলু, বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।

 

এসময় বক্তারা শহীদ আলাউদ্দিনের স্বপ্ন পূরণে তার আদর্শ ধারণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি শহীদ আলাউদ্দিনের আত্মার শান্তি কামনা করেন নেতৃবৃন্দ।