বরিশালে শহীদদের স্মরণে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন

লেখক:
প্রকাশ: ৩ years ago

একাত্তরের ২৫ মার্চের কালো রাতে ঘুমন্ত বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় শহিদদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত টর্চার শেল ও বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 

সেখানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ, বীর মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাঈদুর রহমান রিন্টুসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে সারা দেশের সঙ্গে বরিশালেও একযোগ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্লাক আউট কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসের সামনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়।