বরিশালে শর্ত দিয়ে বিএনপিকে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি

লেখক:
প্রকাশ: ২ years ago
বঙ্গবন্ধু উদ্যান

বরিশালে বিভাগীয় গণসমাবেশ করার জন্য বিএনপির কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু উদ্যান ব্যবহারের মৌখিক অনুমতি মিলেছে। অনুমতিপ্রাপ্তির ক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না এমন নিশ্চয়তা দিতে হয়েছে বিএনপি নেতাদের। ৭ নভেম্বর সরকারি কর্মসূচি থাকায় ৫ নভেম্বরের রাজনৈতিক কর্মসূচিতে বঙ্গবন্ধু উদ্যানের (বেলস পার্ক) পশ্চিম অংশ ব্যবহার করতে বলা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। তিনি জানান, বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের সঙ্গে আমরা সাক্ষাৎ করি এবং বেলস পার্কে সমাবেশের বিষয়টি পুনরায় উত্থাপন করি। এ সময় তিনি মৌখিকভাবে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি আমাদের নিশ্চিত করেন। এখন আমরা সেখানে সমাবেশের আয়োজন নিয়ে কাজ শুরু করবো।

মহানগর বিএন‌পির সদস্য স‌চিব মীর জা‌হিদুল ক‌বির জা‌হিদ জানান, জেলা প্রশাসক বিকেলে মুঠোফোনে উদ্যান ব্যবহারের অনুমতি দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন।

তবে এ বিষয়ে জেলা প্রশাসন থেকে গণমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া হয়নি। যদিও জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ৭ নভেম্বর সরকারি কর্মসূচি বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন। এজন্য মাঠের মূল মঞ্চের অংশের বিপরীতে পশ্চিম পাশে বিএনপিকে সমাবেশ করার প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির কর্মসূচি সফল করতে ইতোমধ্যে একের পর এক কর্মসূচি পালন করছে স্থানীয় বিএনপি। তবে গণসমাবেশের আগের দিন ৪ নভেম্বর ও সমাবেশের দিন ৫ নভেম্বর বরিশালে বাস ও থ্রি-হুইলার যানবাহন মালিক-শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়ায় বিপাকে পড়েছেন নেতা-কর্মীরা।