বরিশালে শক্তি ফাউন্ডেশন এর আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় শক্তি ফাউন্ডেশন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন এর আয়োজনে। সপ্তবর্ণা কমিউনিটি সেন্টারে। শক্তি ফাউন্ডেশন এর মাক্রস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের ক্ষুদ্রঋণ কার্যক্রমভুক্ত সদস্যদের সন্তানদের মাঝে মাধ্যমিক পরীক্ষা-২০১৭ (২য় দফা বৃত্তি) ও ২০১৮ ( প্রথম দফা বৃত্তি) এবং পিএসসি ও জেএসসি ২০১৮ সালের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিরেক্টর এন্ড হেড আব ট্রেনিং শক্তি ফাউন্ডেশন, শামসুল আলম খান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, ডেপুটি ডিরেক্টর শক্তি শিক্ষাবৃত্তি কার্যক্রম শক্তি ফাউন্ডেশন, নিলুফা বেগমসহ শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারি এবং মেধাবী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা মেধাবী শিক্ষাবৃত্তি প্রদান সম্পর্কে আলোচনা করেন । ২৯ জন এসএসসি শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে ৩ লাখ ৪৮ হাজার টাকা। ৫ জন জেএসসি শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে ১৫ হাজার টাকা। ১৮ জন পিএসসি শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে ৫৪ হাজার টাকা। মোট ৪ লাখ ১৭ হাজার টাকা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন বরিশাল জেলার জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।