শুক্রবার বিকেলে পারাবত ১২ লঞ্চে উঠতে গিয়ে সিড়ি থেকে কীর্তনখোলা নদীতে পরে যাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী এক যুবককে জীবত উদ্ধার করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধি যুবকের নাম জুনায়েদ (১৮), পিতা আব্দুল হামিদ। বাড়ি ভান্ডারিয়া পৈটখালী।
বড় ভাই আব্দুল হাকিম বলেন-শুক্রবার বিকেলে আমার দুই বোন ও দৃষ্টিপ্রতিবন্ধী ভাইকে নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। বরিশাল লঞ্চ টার্মিনালের পারাবাত লঞ্চে উঠতে গিয়ে হঠাৎ সিড়ি থেকে পা ফসকে পানিতে পড়ে যায় ভাই জুনায়েদ।
পরে আনসার বাহিনী তাৎক্ষনিকভাবে আপ্রান চেষ্টায় জীবনের ঝুকিঁ নিয়ে উদ্ধার করে। বরিশাল সদর উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সঞ্জীব সিংহ বিএএম বলেন- দৃষ্টপ্রতিবন্ধী পানিতে পড়ে গেলে আনসার সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে উদ্ধার অভিযানে অংশ গ্রহন করেন বরিশাল সদর উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সঞ্জীব সিংহ বিএএম, পিসি সোলেমান, পিসি মোয়াজ্জেম হােসেন খোকন, এপিসি কুদ্দুস, আনসার সোহাগ, আনসার উজ্জ্বল দাস, আনসার পারভেজ হোসেন, আনসার আলামিন, আনসার রহমান,হাসান ও চয়ন সমাদ্দার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com