বরিশালে লঞ্চের কেবিন থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী লঞ্চের কেবিন থেকে গাঁজার বড় একটি চালান উদ্ধার করেছে কোস্টগার্ড। রাজধানী ঢাকা থেকে আসা এমভি সুরভী-৭ নামক লঞ্চটি শনিবার ভোর রাতে বরিশাল নৌবন্দরে পৌছলে কোস্টগার্ডের একটি টিম হানা দিয়ে গাঁজার চালানটি উদ্ধার করে। সেই সাথে রমজান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

কোস্টগার্ড জানিয়েছে, ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্চ থানা এলাকার বাসিন্দা রমজান ২০ কেজির এই গাঁজার চালানটি বরিশাল শহরের রসুলপুরের বাসিন্দার কাছে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে আসে। কিন্তু এর আগেই তাকে লঞ্চের কেবিন থেকে গ্রেপ্তারসহ গাঁজার চালানটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড বরিশাল জোনের শীর্ষ কর্মকর্তা লে. আতাহার আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে সুরভী লঞ্চে অভিযান চালানো হয়। এসময় কেবিন থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি হাতেনাতে রমজানকে গ্রেপ্তার করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্চ থানা এলাকার বাসিন্দা রমজান এর আগে বরিশালে একাধিকবার মাদকের চালান নিয়ে এসেছিল। ওই সময় সে নিরাপদে মাদক বহন করলেও এবার আর শেষরক্ষা হয়নি।

এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।’