বরিশালের বাবুগঞ্জে দুই ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যটালিয়ান (র্যাব-৮)। আজ সোমবার ১০ সেপ্টেম্বর বাবুগঞ্জের মাধবপাশা বাজারে রেডিয়াম ডিজিটাল ডায়াগনোষ্টিক এন্ড ডাক্তার চেম্বার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উজিরপুর উপজেলার গুঠিয়া বাজার এলাকার শাহজাহান আলীর ছেলে শেখ সাদী খান (২৩) এবং তার ভাই মাহবুবুর রহমান (২৬)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যানতে পারেন তারা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৮এর সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এএসপি মুকুর চাকমা ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাছান আলী এর নেতৃত্বে অভিযান চালায়।
পরে সেখান থেকে তাদের আটক করা হয়। ডাক্তার এর সার্টিফিকেটের কথা জিঞ্জাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং কোন বৈধ কাগজপত্র প্রদর্শণ করতে ব্যর্থ হয়। এরই পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানাকরেন। পাশাপাশি পরবর্তীতে এ ধরণের কর্মকান্ড না করার জন্য নির্দেশ প্রদান করেন।