বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (১৮ মে) র্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার দিনগত রাতে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আরিফুল রহমান সোহেলকে (৩৩) আটক করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এদিকে, বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন মীরগঞ্জ ফেরিঘাট বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নয়ন হাওলাদারকে (২৫) আটক করা হয়। এ ঘটনায় র্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com