বরিশালে রোপন করা হবে এক লাখ তাল গাছের বীজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য রক্ষার লক্ষ্যে বরিশাল জেলা জুড়ে এক লাখ তাল গাছের বীজ বপনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সে অনুযায়ী জেলার ১০টি উপজেলায় মোট ১০ হাজার করে বীজ বপন করা হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বরিশাল-বাবুগঞ্জ সড়কের লাকুটিয়া জমিদার বাড়ি এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশাল জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বরিশাল তথা দক্ষিণাঞ্চলের প্রতিটি উপকূলীয় এলাকায় পূর্বে নারিকেল, সুপারি এবং খেজুরের সাথে তাল গাছের ব্যাপকতা ছিলো। কিন্তু অজ্ঞতা ও দৈনন্দিন চাহিদার কারণে বর্তমানে শুধুমাত্র মেহগনি, আকাশমনি প্রভৃতি গাছের চাড়া রোপন করা হচ্ছে।

এর ফলে এই অঞ্চলে তাল গাছের সংখ্যা একেবারেই কমে যেতে বসেছে। অথচ এই তাল গাছ প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় বড় একটি ভূমিকা রাখতে পারে। সে লক্ষ্য নিয়েই বরিশাল জেলা জুড়ে তাল গাছের বীজ বপনের উদ্যোগ নেয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, বরিশালের ১০টি উপজেলায় উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, স্কুল-কলেজ-মাদ্রাসা, হাট-বাজার এবং রাস্তার পাশে এক লাখ তাল গাছের বীজ রোপন করা হবে। এর মধ্যে প্রতিটি উপজেলায় ১০ হাজার করে বীজ রোপন করা হবে।

যা কৃষি বিভাগের সহযোগিতায় তালের বীজ বপন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ জনগণ এবং উন্নয়ন কর্মীরা।