বরিশালে রেশন কার্ড বিতরণ অনিয়মের প্রতিকার চেয়ে স্মারকলিপি

লেখক:
প্রকাশ: ৫ years ago

শামীম আহমেদ ॥ সরকারের খোলা বাজারে দশ টাকা কেজি দরে চালের রেশন কার্ড বিতরণে অনিয়মের প্রতিকারের দাবীতে বরিশালে স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার (৫মে) দুপুরে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেয় করোনা প্রতিরোধে বরিশাল সমন্বিত উদ্যোগের ব্যানারে ৩৬ টি সংগঠন।

 

এনিয়ে সংগঠনের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, ১০ টাকা দরে ওএমএস’র চালের রেশন কার্ড ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। তবে বেশিরভাগ এলাকায় হতদরিদ্র মানুষদের না দিয়ে দলীয় বিবেচনায় এই কার্ড বিতরণ হচ্ছে । এর প্রতিকারের দাবীতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

 

স্মারকলিপি প্রদান কালে বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ),, গণফোরাম, পরশমনি সমাজকল্যাণ সংস্থা, খেয়ালী গ্রুফ থিয়েটার, চারুকলা বরিশাল ও আভাস সহ করোনা প্রতিরোধে বরিশাল সম্বন্বিত উদ্যোগের ৩৬ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।