বরিশাল নগরীর রূপাতলী এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে অভিযান চালিয়ে ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু জব্দ করেছে নৌ-পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরের চেকপোস্ট বসিয়ে ট্রাকে থাকা চিংড়ি রেনু জব্দ করার সময় এর সাথে জড়িত চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারে জরিমানা প্রদানকারীরা হলো-জাকির হোসেন, লিটন, রিয়াজ ও টুলু। নৌ-সদর থানার ইনচার্জ (এসআই) অলোক চৌধুরী বলেন, কলাপাড়া থেকে ট্রাকে করে গলদা রেনু পোনা খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।
খবরে পেয়ে রূপাতলী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসিয়ে (ঢাকা মেট্রো ট-১৬-৭২৭২) ট্রাকটি আটক করা হয়।
এসময় ট্রাক থেকে প্লাষ্টিকের ড্রামে রক্ষিত আনুমানিক তিন কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।
ট্রাকের থাকা চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নিশাত তামান্না প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার জরিমানা করেন।
জব্দকৃত চিংড়ি রেনুগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com