বরিশাল নগরীতে অবৈধ মোটর চালিত রিক্সা ও মাহেন্দ্রা আলফা চলাচল বন্ধ এবং সিটি করপোরেশন এলাকায় টোকেনবিহীন রিক্সা, ভ্যান ও ঠেলা গাড়ী চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর রিক্সা, ভ্যান ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এই মানববন্ধন অনুুষ্ঠিত হয়।
মহানগর রিক্সা, ভ্যান ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাসেম ভাষানীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক আখতার রহমান, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, নুর মোহাম্মদ হাওলাদার, মো. খোকন হাওলাদার, ওবায়দুল হক বাদল, কালু সরদার, কুদ্দুস মোল্লাসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com