শামীম আহমেদ ॥ প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল মেট্টোপলিটন পুলিশ বিএমপির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা চালক ও সাধারন পথচারীদের মাঝে মাক্স বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার (৩ ই) এপ্রিল বেলা ১২ টায় নগরীর সদর রোড বিবির পুকুরপাড়ে মাক্স বিতরন করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার।
এ সময় তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে রিকশায় এক জনের বেশী যাত্রী উঠানো যাবেনা। মোটর সাইকেলে শুধু চালক ব্যাতীত অন্য কোন আরোহী নেয়া যাবেনা।ট্রাফিক আইন মেনে চলুন।সামাজিক দুরত্ব বজায় রাখুন।নিজে সচেতন হোন অন্যকে সচেতন করে তুলুন। পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমেই আমরা করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাব।
মাক্স বিতরনের পরে রিকশা চালক ও পথচারীদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করে দেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: জাকারিয়া রহমান জিকু,সহকারী কমিশনার ট্রাফিক (দক্ষিন) মাসুদ রানা,সহকারী কমিশনার(উত্তর) এ কে এম ফায়েজুর রহমান,টিআই আঃ রহিম,টিআই বিদ্যৎ চন্দ্র দে, সার্জেন্ট রানা, সার্জেন্ট হাসান সহ পুলিশ সদস্যরা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com