বরিশালে রাস্তা থেকে তুলে নিয়ে যুবককে মারধর

:
: ৪ years ago

বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের চাঁদমারী এলাকায় ফুটবল টুনামেন্ট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।

 

সেই জের ধরে গতকাল শনিবার রাস্তা থেকে তুলে নিয়ে জাহিদকে (২৫) নামে এক যুবকে মারধর করে প্রতিপক্ষরা।

 

বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় জাহিদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন।

 

আহত সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর বিকালে নগরীর চাঁমারী মাদ্রাসা মাঠে কেডিসি ও চাঁদমারীর যুবকদের অয়োজিত ফুটবল টুনামেন্টের খেলা চলছিলো।

 

হঠাৎ কেডিসি বালুর মাঠ গ্রুপের টিমটি খেলায় হেড়ে যেতে পারে বুঝে চাঁদমারীর গ্রুপের খেলোয়ারদের গালাগালি করে।

 

পরে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি সৃস্টি হলে স্থানীয়রা সবাইকে ওই স্থান ত্যাগ করার জন্য বলে। পরে যে যার মত যাওয়া শুরু করলে কেডিসি বালুরমাঠ গ্রুপের ইমন ও আনোয়ার, মিঠু, সোহেল, রোকনসহ কয়েকজন যুবক চাঁদমারী টিমের রেফারী ও কমিটির সদস্যদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়।

 

এবং তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাননাশের হুমকি দিলে চাঁদমারী খেলোয়ারদের পক্ষ হয়ে আল-আমিন নামের এক যুবক তাদের জীবনের নিরাপত্তার জন্য কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করায় কেডিসি’র গ্রুপ চাঁদমারী ছেলেদের উপর ক্ষিপ্ত হয়ে থাকে।

 

এবং শনিবার জাহিদ কেডিসি’র সামনে থেকে চাঁদমারী বাসায় যাওয়ার পথে তাকে ইমনসহ কয়েক জন যুবকরা মারধর করে কেডিসি কলোনির মধ্যে নিয়ে যায়। পরে সেখানে বসেও জাহিদকে মারধর করা হয়।

 

 

জাহিদ গুরুতর আহত হলে একটি রিক্সায় করে তাকে হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায় ইমনবাহিনী। এঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছে আহতর পরিবার।