বরিশালে রাজনৈতিক ঐক্যের ডাক দিলেন ভিপি নুর

লেখক:
প্রকাশ: ২ years ago

মজিবর রহমান নাহিদ॥ দেশের মানুষ আজ অশান্তির মধ্যে বসবাস করছেন, সাধারন মানুষের কোন নিরাপত্তা নেই। ভোটের অধিকার নেই, সাধারন মানুষকে রোহিঙ্গাদের মতো করে রাখা হয়েছে বলে মন্তব্য করছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর আমতলার মোড়ে গণঅধিকার পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভা উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দলের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী বিপ্লব কুমার পোদ্দাদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণআন্দোলন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক রাশেদ খান, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল জায়ের, মাহফুজুর রহমান খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুরু বলেন, ‘আমি গর্ব করে বলতে পারি বৃহত্তর বরিশালের পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের কৃষক পরিবারের সন্তান হয়েও আমি দেশের সর্বচ্চো বিদ্যাপিঠে পড়াশুনো করেছি, কাজেই আমরা বুঝি এই দেশের মানুষের দুঃখ কষ্ট কোথায়। সোনার চামপ মুখে নিয়ে যারা এই দেশের এমপির-মন্ত্রীর ছেলে তারা বিদেশ থেকে পড়াশুনা করে বাবা-মা কিংবা মামুর কোঠায় নেতা হয় এমন নেতা আমরা চাই না, আমরা চাই মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির মতো নেতা, আমরা চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা।

ঢাকসুর সাবেক ভিপি আরও বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যে যেই দল করেন দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা রাজনৈক ঐক্যের ডাক দিচ্ছি, প্রতিটি মানুষের রাজনীতি করার অধিকার আছে, সংবিধান নিরস্ত্র সমবেত হয়ে মিছিল-মিটিং করার অধিকার দিয়েছে।’

বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাঁধা দেওয়া হয়েছে অভিযোগ করে নুরুল হক নুরু বলেন,‘আমাদের এই সভায় অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে বরিশালের বিভিন্ন জায়গায় কিছু দুষ্টচক্রের লোক তাদের বাঁধা দিয়েছে, তার পরেও অনেক মানুষ এখানে সমবেত হয়েছে। ইনশআল্লাহ আগামীতে বরিশালে বিশার সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।’

সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেয়।