বরিশালে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

শামীম আহমেদ :: গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীসহ আগামী আন্দোলন-সংগ্রাম জোরদার করা ও যুবদলের কার্যাক্রম গতিশীল করার লক্ষে যুবদলের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ই এপ্রিল বেলা ১২ টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিনিধি সভাটি অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে যুবদলের নেতাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, বরিশাল মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব, সাধারন সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু।

এছাড়া প্রতিনিধি সভায় বিভাগের ৬ জেলার যুবদলের সভাপতি, সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক প্রতিনিধিরা নিজ নিজ ভাবে তাদের বক্তব্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষন করে বক্তব্য রাখেন।