যাত্রী স্বল্পতায় ঢাকা-বরিশাল আকাশ পথে ফ্লাইট পরিচালনা স্থগিত করতে যাচ্ছে বেসরকারী বিমান পরিবহন সংস্থা নভোএয়ার। আগামী ১ আগস্ট থেকে আপতত ফ্লাইট পরিচালনা স্থগিত করার কথা জানিয়েছেন নভোএয়ারের মার্কেটিং এন্ড মিডিয়া কমিউনিকেশনের এ্যাসিষ্ট্যান্ট ম্যানেজার নীলাদ্রি মহারত্ন।
বুধবার (২৭ জুলাই) সকালে তিনি জানিয়েছেন, যাত্রী স্বল্পতার কারনে আগামী ১ আগস্ট থেকে আপাতত বরিশাল-ঢাকা আকাশ পথে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হচ্ছে। পরবর্তীতে যাত্রী বাড়লে আবারো ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।
সূত্রমতে, এরআগে যাত্রী স্বল্পতার কারনে ঈদের পর ঢাকা-বরিশাল রুটে যাত্রী ভাড়া কমিয়েছিলো নভোএয়ার। সাড়ে চার হাজার থেকে ভাড়া কমিয়ে তিন হাজার ৪৯৯ টাকা নির্ধারন করা হয়। তারপরেও যাত্রী সংকটে ফ্লাইট পরিচালনা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, সপ্তাহে সাতদিন ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করতো নভোএয়ার। প্রতিদিন বিকেল তিনটায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বিকেল চারটা ১০ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা হয়।
বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদার বলেন, প্রতিদিন ঢাকা-বরিশাল আকাশপথে বাংলাদেশ বিমানের একটি, ইউএস বাংলার দুইটি ও নভোএয়ারের একটি করে ফ্লাইট চলাচল করে।
তিনি আরও বলেন, নভোএয়ার ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোন কিছু জানায়নি।
বরিশাল বিমান বন্দরের নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশাল-ঢাকা আকাশ পথে ৫০% যাত্রী কমে গেছে। যাত্রী ধরে রাখতে ঈদ-উল আযহার পর বেসরকারী নভোএয়ার ও ইউএস বাংলা বরিশাল-ঢাকা রুটে যাত্রী ভাড়া কমিয়ে দিয়েও কাঙ্খিত যাত্রী পাচ্ছেন না।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com