 
                                            
                                                                                            
                                        
বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে হেলপাড় নিহত হয়েছেন। পাশাপাশি এ দুর্ঘটনায় ৮ জন যাত্রী আহত হয়েছে।
নিহত যুবক রেদওয়ান (১৮) গোপালগঞ্জ জেলার মোকছেদপুর এলাকার বাসিন্দা ও বরিশাল-মাওয়া রুটের বিএমএফ পরিবহনের হেলপার।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে দিকে রহমতপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ কার্যালয় সংলগ্ন মহাসড়কে এই ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, ‘বিএমএফ পরিবহন কোম্পানির বাসটি যাত্রী নিয়ে কাওড়াকান্দি থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো।
পথিমধ্যে মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার পল্লীবিদ্যুৎ সমিতি-২ সংলগ্ন সড়কে অপর একটি যানবাহনকে অতিক্রম কালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পার্শবর্তী খাদের মধ্যে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের নীচে চাপা পড়ে হেলপার রেদওয়ান নিহত হয়। তাছাড়া ৮ জনের মত যাত্রী কমবেশি আহত হয়। এদের মধ্যে ২ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।