বরিশালে যথাযথ মর্যাদায় সাগরদী মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

:
: ৫ years ago

নিজস্ব প্রতিবেদকঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বরিশাল সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা। দিনটি উপলক্ষে সারা দেশের সাথে একযোগে সকাল ৮ টায় মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন সহ জাতীয় সংগীত পরিবেশন করে মাদ্রাসার শিক্ষার্থীরা।একই সাথে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত শিশু কিশোর সমাবেশের অনুষ্ঠানে মাদ্রাসার শারীর চর্চার শিক্ষক সোহরাব হোসেনের নেতৃত্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সকাল ১০ টায় মাদ্রাসা সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের সভাপতিত্ব করে সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল হালিম আল মাদানী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি আবুয়াল হোসেন অরুন সহ উপস্থিত ছিল মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা।অনুষ্ঠিত সভায় এছাড়াও বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক ফারুক বিন অহিদ, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক ইমরানুল হক,প্রভাষক মহসিন উদ্দিন,সহকারী মৌলবী আলহাজ্ব মাওলানা এনামুল হক।অনুষ্ঠানের আহবায়ক ছিলেন,আলহাজ্ব মাওলানা আবুল বাশার গাজী।

আয়োজিত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করে উপস্থিত অতিথিরা।এরপরে স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা অর্জনের তার অবদানের নানান ইতিহাস বক্তব্যে উপস্থাপন করে শিক্ষার্থীদের সামনে।সবশেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপনের সকল কর্মসূচী সমাপ্তি করে সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা কতৃপক্ষ।