দেশ-জাতির অগ্রগতি, মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রধান জামাত থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শনিবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাসহ নানান শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন বেগের ইমামতিতে হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশালে রেঞ্জ পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলটিন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ন-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ প্রমুখ।
এসময় তিনি আহ্বান করেন, দেশ ও জাতির উন্নয়নে বর্তমান জনবান্ধব সরকারের কর্মসূচিকে এগিয়ে নিয়ে উন্নত দেশের লক্ষ্য অর্জনে সহায়কের ভূমিকা পালন করার।
অপরদিকে সকাল ৯টায় বরিশাল সদর উপজেলার চরমোনই পীরের দরবার শরীফে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। যেখানে পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মু. রেজাউল করিম ঈদ জামাতে ইমামতিত্ব করেন।
এছাড়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সে সকাল ৯টায় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা অবধি বরিশালের বেশিরভাগ ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের নামাজ আদায় সম্পন্ন করা হয়। দ্বিতীয় জামাতের মধ্য দিয়ে বরিশাল নগরের সর্বশেষ ঈদের জামায়াত সকাল ১০টায় কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, বায়তুল মোকারম জামে মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হয়।
বিভাগের দ্বিতীয় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় পিরোজপুরের নেছারাবাদ ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল ৯টায়।
এছাড়া ঝালকাঠীর এনএফ কামিল মাদ্রাসা ময়দান (কায়েদ সাহেব হুজুরের দরবার), পটুয়াখালীর মীর্জাগঞ্জ মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফা (র.) দরবার শরীফে সকাল ৯টায় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে ঈদ ও ঈদের জামাতকে ঘিরে পুরো বরিশাল জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।