বরিশালে মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে মা ইলিশ রক্ষায় জেলেদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

:
: ৫ years ago

মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ২১ সেপ্টেম্বর দুপুর ১২ টায়। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায়, মা ইলিশ রক্ষায় জেলেদের করণীয় শীর্ষক আলোচনা সভা, প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন খামার কাশিপুর বরিশাল এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি বরিশাল জেলা শাখা, হারুন অর রশিদ তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল, কৃষিবিদ মোঃ আবু সাইদ, সভাপতি বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটি, ইসরাইল পন্ডিত, সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটি, আনোয়ার হোসেন শিকদার, কোস্টগার্ড ও পুলিশ কর্মকর্তাসহ জেলে, মৎস্য চাষি, খামারিরা উপস্থিত ছিলেন। আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। জেলা প্রশাসক ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সচেতনতার পাশাপাশি ইলিশ ধরা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।