বঙ্গবন্ধুর জন্মশতবাষিকী উপলক্ষে বিজ্ঞান সংগঠন কসিমক কালচারের উদ্যোগে বরিশাল নগরীতে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌর প্রতিযোগীতা।
“খলাধুলায় বাড়ে বল, মাদক ছেড় খেলতে চল” এই স্লোগান নিয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান -পিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার- পিপিএম (সেবা), সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) ফাইজুর রহমান ও কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম- পিপিএম প্রমুখ।
এছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
উল্লেখ্য, ‘অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বরিশাল সহ দেশের বিভিন্ন স্থান হতে ১৫০ জন পেশাদার ও সৌখিন রানার ৪টি ক্যাটাগরীতে অংগ্রহন করেন। যেমন- হাফ ম্যারাথন (২১ দশমিক ১ কিলোমিটার), পাওয়ার রান (১০ কিলোমিটার), ড্রিম রান (৫ কিলোমিটার) ও চ্যারিটি রান (৩ দশমিক ৫ কিলোমিটার)।
নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু হওয়া ম্যারাথন দৌর লাকুটিয়া জমিদার বাড়ি পর্যন্ত গিয়ে পুনরায় সেখান থেকে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ও জেলা প্রশাসক।