বরিশালের বাকেরগঞ্জে এক শিশুর উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। নির্যাতিতা শিশুকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তিন জনকে আটক করেছে।
শুক্রবার বাকেরগঞ্জের নীলগঞ্জ এলাকায় ঘটে এই ঘটনা। আড়াই হাজার টাকা দামের টাচ মোবাইল চুরির অভিযোগে প্রভাবশালী প্রতিবেশী কবির চৌকিদারের ছেলে সাইল ও তার দলবলের আক্রোশের শিকার হয় ৯ বছর বয়সী এক কন্যা শিশু।
নির্যাতিতা ও স্বজন সূত্র জানায়, ৯ বছরের শিশুটি বিকেলে তার মামার বাড়ির উঠোনে খেলা করার সময় একটি মোবাইল চুরির অভিযোগে এরা শিশুটিকে তুলে নিয়ে একটি বাথরুমের ভেতরে নিয়ে যায়।
সেখানে শিশুটির হাত পা বেঁধে নির্মমভাবে পেটানো হয়। পরে গামছা দিয়ে বেঁধে পানি ঢালা হয়। এ সময় শিশুটির শ্লিলতাতাহানীর চেষ্টা করা হয় বলেও পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
শিশুটিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শুক্রবার সন্ধ্যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
পুলিশ ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে। শিশুটির অসহায় পরিবার ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com