বরিশালে মোবাইল কোর্ট অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আদায়।

লেখক:
প্রকাশ: ৪ years ago

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। নগরীর রহমতপুর এলাকায় ঔষধ আইন, ১৯৪০ এর ১৮ (ক) এবং (গ) ধারা লঙ্ঘন করায় একই আইনের ২৭ ধারায় তাপস কুমার দাস এবং বাবু লাল মাঝি নামক দুই ফার্মেসী দোকানদারকে যথাক্রমে ৩ হাজার টাকা এবং ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন পুলিশের একটি টিম।