মোঃ শাহাজাদা হিরা:: জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে বরিশাল নগরীর কাকলির মোড়, নতুন বাজার ও বিসিক কাউনিয়া এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে জনসচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে 'নো মাস্ক নো সার্ভিস' শিরোনাম সম্বলিত ফেস্টুন বিতরণ করা হয়৷ ফেস্টুন বিতরণকালে ফেস্টুনে উল্লিখিত বিভিন্ন নির্দেশনাগুলো পালনের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়।
পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নতুন বাজার এলাকায় দধিঘর এন্ড সুইটস নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে স্বাস্থ্যহানী ঘটে এমন দই, মিষ্টি, ঘি বিক্রয় ও পরিবেশনের দ্বারা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ১৫(২) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ২৭ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিসিক এলাকায় ঢাকা ফ্রেশ ব্রেড এন্ড বেকারী নামক একটি প্রতিষ্ঠানকে একই অপরাধে একই আইনের ৩০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃ মাহফুজুর রহমান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com