বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

মোঃ শাহাজাদা হিরা:: বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ৫ মে মঙ্গলবার বিকাল থেকে বরিশাল মহানগরীতে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে অভিযান পরিচালনা করেন এসময় চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, কাঠপট্টি বেটতলা বাজার, বেলতলা, আমানতগঞ্জ, ভাটিখানা, দপ্তরখানা ও বাজার রোডে এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ বাজার মনিটরিং, জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রয় করার অপরাধ পতিহত করার লক্ষ্যে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠান কে মোট ১২ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়।

নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শরীফ মোঃ হেলাল উদ্দীন। অভিযান পরিচালনাকালে নগরীর বাজার রোডে মোড়কজাত অবস্থায় ঘি বিক্রি ও বিএসটিআই লোগো ব্যবহারের অনুমোদন থাকা সত্ত্বেও উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন, খোলা, নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় ঘি সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে হক মিষ্টান্ন ভান্ডার-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নগরীর ভাটিখানা রোডে লাইসেন্সের শর্তানুযায়ী ৪০টি পর্যন্ত এলপিজি সিলিন্ডার সংরক্ষণের নিয়ম ভঙ্গ করে অনিরাপদ পস্থায় ৮০টির বেশি এলপিজি সিলিন্ডার মজুদের মাধ্যমে এলাকাবাসী ও সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কাজ করার অপরাধে সুব্রত সাহা-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন স্যানিটারি ইনস্পেক্টর জাকির হোসেন ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।