গতকাল ১৭ ফেব্রুয়ারি বিকেলে দিকে বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন হোসনাবাদ ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোং জাকির হোসেন (৪৯) কে নিজ বসত ঘর থেকে মাদক দ্রব্য সংরক্ষণ এবং বিক্রয় করার অপরাধে আলামত অবৈধ গাঁজা সহ আজ মোবাইল কোর্ট পরিচালনা কালে তাকে হাতেনাতে আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, প্রসিকিউশন হিসেবে উপস্থিত ছিলেন সুনীল কুমার দে, উপ-পরিচালক বরিশাল ক সার্কেল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় বরিশাল, মোবাইল কোর্ট পরিচালনায় কাউনিয়া থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানের সময় মাদক দ্রব্য সংরক্ষণ এবং বিক্রয় করার অপরাধে আলামত ২০০ গ্রাম অবৈধ গাঁজা সহতাকে আটক করা হয়। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯ (১) এর (খ) ধারা লঙ্ঘন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসত ঘরে গাঁজা সংরক্ষণের কাজে লিপ্ত থাকার অপরাধে মোং জাকির হোসেন (৪৯) কে ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com