বরিশালে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুই জনকে জেল বিপুল পরিমাণের কারেন্ট জাল জব্দ।

:
: ৪ years ago

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ ২৫ জানুয়ারি শনিবার সকাল ১১ টার দিকে। বরিশাল জেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলে বরিশালের কামারপাড়া, শায়েস্তাবাদ ও মীরগঞ্জ উপকূলীয় অঞ্চলে বিশেষ অভিযান ‘কম্বিং অপারেশন-২০২০ পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা। অপারেশন কালে ২ জন জেলেকে কারেন্ট জালসহ হাতেনাতে ধরা হয়।

এসম তার কাছে প্রায় ১ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ শত মিটার চরঘেড়া জাল উদ্ধার করা হয়। এসময় ২ জন আসামিকে প্রত্যেককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত জাল আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রসিকিউসন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন নৌ-পুলিশের সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন। কোস্টগার্ডের সিপিও (সিডি) বেলায়েত হোসনসহ অন্যান্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। বরিশালসহ উপকূলীয় ১৩ জেলায় শুরু হয়েছে বিশেষ অভিযান ‘কম্বিং অপারেশন-২০২০’। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালিত হয়েছে এবং দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি এই অভিযান পরিচালিত হচ্ছে।