বরিশালে মোবাইল কোর্ট অভিযানে অনুমোদনবিহীন ঔষধ বিক্রয় করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা।

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ ৭ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টার দিকে বরিশাল নগরীর জেলখানা মোড় এলাকায় ঔষধের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ সাইফুল ইসলাম।
এসময় অভিযান চালিয়ে সদর রোডস্থ “দি মেডিকাস” নামক ঔষধের দোকানে ঔষধ প্রশাসন অধিদপ্তর বরিশাল এবং র‌্যাব-৮ এর সহযোগিতায় অভিযান চালিয়ে দোকানে বিক্রয়ের জন্য এবং প্রদর্শিত ঔষধ, প্রশাসন অধিদপ্তরের অনুমোদনবিহীন বেশ কিছু ঔষধ পাওয়া যায়। এই অপরাধে দোকানের ম্যানেজার মোঃ সাইদুর রহমানকে “দি ড্রাগ অ্যাক্ট ১৯৪০” এর ২৭ ধারার বিধানমতে ১ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং অনুমোদনবিহীন সকল ওষুধ জব্দ করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ড্রাগ সুপার বরিশাল এসএম এম সুলতানুল আরেফিন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।