প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০১৯, ১:৪৫ অপরাহ্ণ
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৪ টি দোকানে ৩৫ হাজার টাকা জরিমানা।
বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে। বরিশাল নগরীর অন্যতম ব্যস্ত এলাকা নতুল্লাবাদ ও কাশিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল আসমা জাহান সরকার। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২ (১) ধারা ও পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন-২০১০ এর ৪-নং ধারা অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় নতুল্লাবাদ এলাকায় কয়েকটি ফলের দোকানে অভিযান চালিয়ে ৩ টি ফলের দোকানে ওজন যন্ত্রে বিএসটিআই এর লাইসেন্স না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮ এর ৩২ (১) ধারা লঙ্ঘনের অভিযোগে ৩ টি ফলের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে কাশিপুর বাজারে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে একটি চালের দোকানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল রেখে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন -২০১০-এর ৪ নং ধারা লঙ্ঘনের অভিযোগে ১টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল নিরুপম মজুমদার। বিএসটিআইয়ের ২ জন প্রসিকিউশন অফিসার ও পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক। আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে ডিবি পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের দুটি টিম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক বিবেচনা করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com