গতকাল ১৩ নভেম্বর বুধবার বিকাল ৫ টার দিকে, জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নগরীর বাজার রোড এলাকায় বিভিন্ন দোকান ও আড়তে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর আওতায়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বাজার রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
এসময় প্রগতি ট্রেডার্স, মা বাণিজ্য ভান্ডার এবং মেসার্স গোপাল ভান্ডার নামক তিনটি চালের আড়তে চালের মোড়কে পাটের পরিবর্তে প্লাস্টিকের মোড়কে চালের বস্তা পাওয়া যায়, যা পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর লংঘন। উক্ত কারণে এ আইনের ১৪ ধারা মোতাবেক তিনটি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক নওশের আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এ এফ এম শামীম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের একটি টিম। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com