আসন্ন রমজানকে সামনে রেখে ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসক বরিশাল এর নির্দেশে আজ ৭ এপ্রিল বিকাল ৪ টায় বরিশাল নগরীর চৌমাথা বাজারে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল রুম্পা ঘোষ।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরে কর্মকর্তা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য, পন্যে মুল্য তালিকা না থাকা, নোংরা পরিবেশ থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৫১ ধারা অনুযায়ী। লুৎফর স্টোরের মালিক, লুৎফর রহমান (৬০), মজিদ স্টোরের মালিক, আব্দুল মজিদ (৭০), টিএফভাইভাই স্টোরের মালিক, ওয়াহিদুল তাজ (৩০) এবং আল আমিন মিষ্টিঘর এর মালিক, আব্দুল মতিন (৬৩) কে জরিমানা করা হয়। চারটি দোকান থেকে মোট ৬৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com