বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ক্ষতিকর জেলি মিশ্রিত ৩০ কেজি চিংড়ি ও কারেন্ট জাল জব্দ

:
: ৪ years ago

মোঃ শাহাজাদা হিরা:: আজ ২৬ জুলাই রবিবার সকালের দিকে জেলা প্রশাসন মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে নগরীর পোর্ট রোড বাজার এলাকায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি বরিশাল সদর মোঃ মেহেদী হাসান। অভিযান কালে বাজারে ৩০ কেজি নিষিদ্ধ জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়।

এসময় কোন বিক্রেতাকে পাওয়া যায়নি। একই সময় নদীতে অভিযান চালিয়ে ৩০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার বরিশাল মোঃ আবু সাইদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাশসহ নৌ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মৎস্য অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পরে অভিযান শেষে জব্দকৃত জাল এবং জেলীযুক্ত বিষাক্ত চিংড়ী ধ্বংস করা হয়।