বরিশালে মোট করোনায় আক্রান্ত ৩১৯০ জনঃ সুস্থ ২৫৯১ জন, নতুন সনাক্ত ১৮ জন

লেখক:
প্রকাশ: ৪ years ago

মোঃ শাহাজাদা হিরা:: বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৩১৯০ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৫৯১ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ৬৩ জন ব্যক্তি।

আজ ২ সেপ্টেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ৩ জন, আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ৩ জন, উজিরপুর উপজেলার ১ জন, সদর উপজেলাধীন চরবাড়িয়া এলাকার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত রুপাতলী, ফরেস্টার বাড়ি, সাগরদী, সদর কোর্ট, পুলিশ লাইন, সদর রোড, কালীবাড়ি রোড, কাশিপুর প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, আরআরএফে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্সসহ মোট ১৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

আজ পর্যন্ত বরিশাল জেলায় ৯৭০ জন নারী এবং ২২২১ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৭৫ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ২৩৩৮ জন, ৫০ থেকে তার উর্ধে ৬৭৮ জন।

আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ২২ বছরের যুবক এবং ৬০ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ২২৯১, সদর উপজেলা ৪০ জন (রায়পাশা কড়াপুর-৩, শায়েস্তাবাদ-৫, টুংঙ্গীবাড়িয়া-৩, চাঁদপুরা-৪, জাগুয়া-৪, চরকাউয়া-৮ এবং চরমোনাই-৭, কাশিপুর-২, চরবাড়ীয়া-৩), উজিরপুর ১৬১ জন, বাকেরগঞ্জে ১২৯ জন, গৌরনদী ১১৮ জন, বাবুগঞ্জ ১১২ জন, আগৈলঝাড়া ৮৮, বানারীপাড়া ৭৬ জন, মুলাদী ৭৬ জন, হিজলা ৫০ জন, মেহেন্দীগঞ্জ ৪৯ জনসহ মোট ৩১৯০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

অদ্যাবধি এ জেলায় ৬৩ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ২৯ জন, বরিশাল সদর উপজেলার ২ জন, মুলাদী উপজেলায় ৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২ জন, বাবুগঞ্জ উপজেলায় ৫ জন, গৌরনদী উপজেলায় ৫ জন, বানারীপাড়া উপজেলায় ৩ জন, উজিরপুর উপজেলায় ৫ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ৪ জন, হিজলা উপজেলায় ১ জন।

আজ স্বাস্থ্য বিভাগের ৪ জনসহ মোট ৪০৭ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলার ৪ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।